জাপানের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা

নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জাপানের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সতর্ক করেছেন দেশটির চিকিৎসকেরা। ভাইরাসের কারণে চাপ তৈরি হওয়ায় জরুরি কক্ষগুলো মারাত্মক অসুস্থ রোগীদের সেবা দিতে পারছে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।noname

প্রাথমিকভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার দাবি করলেও জাপানে শনিবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। দেশটিতে দুইশ'রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সবচেয়ে বেশি  করোনা কবলিত এলাকা রাজধানী টোকিও।  

টোকিও শহরের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কিছুটা কমাতে সন্দেহভাজন করোনা রোগীদের পরীক্ষায় সহায়তা দিচ্ছে জেনারেল সার্জারির একদল চিকিৎসক। ওই চিকিৎসকের অ্যাসোসিয়েশনের উপপ্রধান কোনোসিন তামুরা বলেন, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া ঠেকাতে এটা করা হচ্ছে। সবারই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। অন্যথায় হাসপাতালগুলো ভেঙে পড়বে।

জাপানের দুটি মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে জাপানের হাসপাতালগুলোর অন্য মারাত্মক অসুস্থ রোগীদের সেবা দেওয়ার ক্ষমতা কমে গেছে। ইতোমধ্যেই রোগী ফিরিয়ে দিতে শুরু করেছে দেশটির হাসপাতালগুলো। অন্য দেশগুলোর তুলনায় কম করোনা রোগী থাকার মধ্যেই এসব ঘটেছে।

চিকিৎসকেরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অভাবের অভিযোগ তুলেছে। আর এতেই প্রমাণিত হয়েছে ভাইরাসটি মোকাবিলায় জাপান ভালোভাবে প্রস্তুতি নেয়নি।