করোনার মধ্যেই জাপানে শক্তিশালী ভূমিকম্প

করোনাভাইরাস মহামারির মধ্যেই জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। সে দেশের আবহাওয়া জরিপ সংস্থা (জেএমএ) জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, এটি জাপানের ওগাসাওয়ারা দ্বীপে পশ্চিম উপকূলে আঘাত হেনেছে।noname

উল্লেখ্য, জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ২০০-র বেশি মানুষ।

সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতির মধ্যেই স্থানীয় সময় শনিবার ৫টা ২৬ মিনিটে আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৯০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জেএমএ বলছে, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ওগাসাওয়ারা দ্বীপের বেশ কয়েকটি স্থানে অন্তত চারবার কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা বলছে, সেগুলোর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিল সাতের কাছাকাছি।