করোনা পরীক্ষা দ্রুততর করতে ড্রোন ব্যবহার করছে ঘানা

 

দেশের বড় শহরগুলোর বাইরে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা দ্রুততর করতে ডেলিভারি ড্রোন ব্যবহার করছে ঘানা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, প্রত্যন্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ড্রোনের মাধ্যমে বড় শহরগুলোতে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান জিপলাইন-এর কাছ থেকে এ ড্রোনসেবা নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
প্রতীকী ছবিঘানায় করোনা পরীক্ষা দ্রুততর করার অংশ হিসেবে সেদেশে গত ১ এপ্রিল ড্রোন পরিচালনা শুরু করে জিপলাইন। এরইমধ্যে গ্রাম এলাকার ১ হাজারটির বেশি স্বাস্থ্যকেন্দ্রে সংগ্রহকৃত নমুনাগুলো রাজধানী আকরা ও দ্বিতীয় বৃহত্তম শহর কুমাসির ল্যাবরেটরিগুলোতে ড্রোনের মাধ্যমে নেওয়া হচ্ছে।
 
এ পর্যন্ত ঘানায় ৮৩৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।
 
এক বিবৃতিতে জিপলাইনের প্রধান নির্বাহী কেলের রিনাউদো বলেন, ‘কোভিড-১৯ এর পরীক্ষার নমুনাগুলো চালকবিহীন ড্রোনের মাধ্যমে সরবরাহ করার মধ্য দিয়ে মহামারি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে পারবে সরকার। এ পদ্ধতি মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে।’