দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব আরও মারাত্মক হতে পারে?

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তা। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, নতুন করে প্রাদুর্ভাব হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমি ফ্লু। আর তা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।noname

করোনাভাইরাসের মহামারিতে পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে ইতোমধ্যে আট লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ হাজারেরও বেশি মানুষের। ক্যালিফোর্নিয়ায় সোমবার এক দিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে। নিউ জার্সিতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তার চেয়েও আগামী শীতে এই ভাইরাসটির আঘাত বিপজ্জনক হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে একটি ফ্লু ও একটি করোনাভাইরাসের মহামারির জন্য প্রস্তুত হতে মার্কিন কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

ফ্লু প্রতিষেধক নেওয়ার আহ্বান জানিয়ে রবার্ট রেডফিল্ড বলেন, আপনি প্রতিষেধক নিলে হয়তো আপনার মা বা দাদি করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি হয়তো হাসপাতালের বিছানায় জায়গা পাবেন। সিডিসি প্রধান বলেন, নিয়মিত ফ্লু মৌসুম শেষ হয়ে যাওয়ার পর এবার করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তিনি বলেন, শীতকালীন ইনফ্লুয়েঞ্জা মৌসুমে যদি এটি আসতো তাহলে বর্তমান পরিস্থিতি সত্যি সত্যি অনেক কঠিন হতে পারতো।

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য লকডাউনের বিধিনিষেধ তুলে নিতে শুরু করার আগে সতর্ক করলেন সিডিসি প্রধান। তিনি বলেন ভাইরাসটির বিস্তার ঠেকাতে শারীরিক দূরত্ব বজায় রাখাই মূল বিষয়। চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও তা বজায় রেখে চলার বিষয়ে জোর দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।