শীতে আরও বাড়তে পারে করোনার প্রকোপ!

করোনাভাইরাস থেকে সহসাই আমাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় চিকিৎসা বিজ্ঞানী রণদীপ গুলেরিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গবেষক আশঙ্কা প্রকাশ করছেন, শীতে ভাইরাসটির প্রকোপ আরও বেড়ে যেতে পারে।

noname

ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এর (এআইআইএমএস) ডিরেক্টর ডা. গুলেরিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘কোভিড ১৯-কে সঙ্গী করেই কিছু সময় আমাদের বাঁচতে হবে। আপাতত এর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও শীতকালে নতুন করে করোনা আবার বড় আকার ধারণ করে হানা দিতে পারে।’

ডা. গুলেরিয়া মনে করেন, করোনাকে আমাদের এক বছরেরও বেশি সময়কালের একটা দীর্ঘমেয়াদি যুদ্ধ হিসেবে দেখতে হবে। তার মতে, সবখানে একই পদ্ধতিতে কোভিড-১৯ মোকাবিলা করা সম্ভব নয়। আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হটস্পটগুলোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।