করোনা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের আগে প্রমাণ বিবেচনা করবে যুক্তরাজ্য

করোনাভাইরাস মোকাবিলায় পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়ার আগে বিজ্ঞানীদের দেওয়া প্রমাণ পর্যালোচনা করে দেখবে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এসব প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ সরকারের প্রকাশ কতা তথ্য অনুযায়ী দেশটিতে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হয়েছে যুক্তরাজ্য। করোনা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী জনসনের বিরুদ্ধে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ছয় সপ্তাহ আগে যুক্তরাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে লকডাউনে কোনও পরিবর্তন আনার আগে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় নেওয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘আমরা সামাজিক শিষ্টাচার নিশ্চিতে বেশ কিছু সম্ভাব্য পদক্ষেপের কথা বিবেচনা করছি। কয়েকটি এলাকাতে বিধিনিষেধ কঠোর করার দরকারও পড়তে পারে। বৈজ্ঞানিক প্রমাণগুলো পাওয়ার পর তা পর্যালোচনা শেষ করে আমরা সেগুলো নির্ধারণ করতে সক্ষম হবো।’

যুক্তরাজ্যের কিছু ব্যবসা প্রতিষ্ঠান সচল করতে বেশ কিছু গাইডলাইন নির্ধারণ করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে কর্মীদের মধ্যে শারিরীক দূরত্ব নিশ্চিত করা, ভিড় এড়ানো এবং সামাজিক জমায়েতের নিয়ম কানুনে পরিবর্তন আনা। তবে এসব গাইডলাইন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, ব্রিটিশ কর্মীদের নিরাপদে কাজে ফেরার আত্মবিশ্বাস তৈরি করতে আমরা ইউনিয়নগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।