করোনা মোকাবিলায় উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব চীনের

করোনাভাইরাস প্রতিরোধে উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে পাওয়া এক অভিনন্দন বার্তার জবাবে এই প্রস্তাব দেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা নিয়ন্ত্রণে সফলতার জন্য জিনপিংকে অভিনন্দন জানান কিম জং উন।noname

উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে দাবি করে আসছে দেশটির সরকার। তবে তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর  প্রথম দেশ হিসেবে গত জানুয়ারির তৃতীয় সপ্তাহে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার এই দেশটিতে করোনার ছোটখাটো সংক্রমণও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। অপর দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পরও ভাইরাসটিকে বর্তমানে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে চীন।
অভিনন্দন বার্তার জবাবে করোনা প্রাদুর্ভাবের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সমর্থনের প্রশংসা করেন শি জিনপিং। একই সঙ্গে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান তিনি। জিনপিং বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়াকে চীন তার সাধ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখবে।

সম্প্রতি প্রায় ২০ দিন প্রকাশ্যে আসা থেকে বিরত থাকেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। নিজের দাদা এবং দেশটির প্রতিষ্ঠাতার জন্ম বার্ষিকীর অনুষ্ঠানেও হাজির ছিলেন না তিনি। এরপরই কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার অসুস্থতার গুঞ্জনও শুরু হয়। এমনকি মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে এর পরই একটি সার কারখানা পরিদর্শন করতে হাজির হন তিনি। ওই অনুষ্ঠানের প্রকাশিত ছবিতে তাকে সুস্থ অবস্থাতেই দেখা গেছে।