করোনায় মারা গেলেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল.ইন জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার দিবাগত রাত একটা নাগাদ তিনি প্রয়াত হন।

noname

মে মাসের শুরুতেই জ্বরে আক্রান্ত হন ইতিহাসবিদ হরিশঙ্কর। পরে শ্বাসকষ্ট ও গলাব্যথা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সমস্ত উপসর্গ দেখে দ্রুত তার করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্ট জানা যায়, তিনি করোনা পজিটিভ।

শুক্রবার শ্বাসকষ্ট বাড়ায় হরিশঙ্করকে চিকিৎসকদের পরামর্শে ভেন্টিলেশনে রাখা হয়। তবে শেষরক্ষা হয়নি।

কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পরেই হরি বাসুদেবানের সল্টলেকের বাড়ির আশপাশ এলাকা সিল করে দিয়েছে বিধাননগর থানার পুলিশ। ইতিহাসবিদের পরিবারের পাঁচ সদস্যকে হোম-কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তিনি আধুনিক ইতিহাস পড়াতেন। এ ছাড়াও কেন্দ্রীয় সংস্থা কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা পদেও ছিলেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইতিহাসবিদের বেশ কয়েকটি বই রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চের প্রাক্তন সদস্য এই ইতিহাসবিদের প্রয়াণে তার গুণমুগ্ধদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।