মেক্সিকোতে ২৪ ঘণ্টায় শনাক্ত দুই সহস্রাধিক

মেক্সিকোতে শুক্রবার নতুন করে দুই হাজার ৪৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তের রেকর্ড। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মেক্সিকো সরকারের এপিডেমিওলোজি বিভাগের মহাপরিচালক জোসে লুইস আলোমিয়া। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এ নিয়ে দ্বিতীয় দিনের মতো একদিনে দুই হাজার ৪০০-এরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ হাজার ৩২। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে, আক্রান্তদের মধ্যে চার হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনার প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১ জুন থেকে মেক্সিকোর অর্থনীতি ফের সচল করতে তিন ধাপের একটি পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।