বেলজিয়ামে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের অন্যরকম প্রতিবাদ (ভিডিও)

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দিকে অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশটির রাজধানী ব্রাসেলসের একটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা। দ্য গার্ডিয়ানের প্রকাশিত এ সংক্রান্ত এক ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনে এলে পেছন ফিরে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন।

ভিডিও:

বেলজিয়ামে নভেল করোনাভাইরাসে মৃত্যুর হার বিশ্বের দেশগুলোর মধ্যে অন্যতম। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৮০।  প্রাণ হারিয়েছে ৯ হাজার ৫২ জন।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী সোফি উইলমেস ব্রাসেলসের সেন্ট-পিয়েরে হাসপাতাল পরিদর্শনে এলে এভাবে অহিংস প্রতিবাদ জানান স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসকরা মনে করেন, প্রশাসনের সিদ্ধান্তহীনতা করোনা মোকাবিলায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেছিলেন, করোনায় আক্রান্তের সঠিক সংখ্যার চেয়ে হয়তো বাড়িয়ে বলা হচ্ছে।