তালেবান বন্দিদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি

ঈদুল ফিতর উপলক্ষে তালেবানদের তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটির কারাবন্দি সদস্যদের মুক্তি প্রক্রিয়ায় গতি আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে রবিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আফগান প্রেসিডেন্ট বলেন, দায়িত্বশীল সরকার হিসেবে আমরা আরও একধাপ এগিয়ে বন্দি মুক্তির প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দিচ্ছি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানে সহিংসতা কমে আসবে বলে আশা করেছিলেন বহু পর্যবেক্ষক। তবে বন্দি বিনিময়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নে আফগান সরকারের অনীহায় শান্তি আলোচনা থমকে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সরকারি বাহিনীর ওপর হামলার ঘটনাও বেড়েছে। তবে ঈদ উপলক্ষে শনিবার (২৩ মে) তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

রবিবার কাবুলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বন্দিদের দ্রুত মুক্তি দেওয়ার ঘোষণার পাশাপাশি গোষ্ঠীটির হাতে আটক নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও মুক্তি দেওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র- তালেবান চুক্তিতে পাঁচ হাজার তালেবান বন্দি ও এক হাজার আফগান নিরাপত্তা সদস্যকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

২০১৮ সালেও ঈদ উপলক্ষে একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবান। ওই সময় তালেবান যোদ্ধা ও নিরাপত্তা সদস্যরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও সেলফি তুললেও শান্তি প্রক্রিয়াতে তা কোনও ভূমিকা রাখেনি।