ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার (২৪ মে) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব অ-মার্কিনি ভিসা আবেদনের দুই সপ্তাহ আগে ব্রাজিলে ছিলেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘আশা করি এই নিষেধাজ্ঞা অস্থায়ী হবে। মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।’

গত কয়েকদিন থেকেই ব্রাজিলে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। রবিবার পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৬৬ জনে। আর আক্রান্ত ৩ লাখ ৬৩ হাজার ২১১ জন। এদিকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছুঁই ছু্ঁই করছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৬ লাখ।