মসজিদে আবারও নামাজ শুরুর ঘোষণা ইরানের

ইরানের মসজিদগুলোতে আবার নামাজ পড়া শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নামাজ পড়ার জন্য শিগগির মসজিদ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

noname

শুক্রবার পর্যন্ত ইরানে আক্রান্ত হয়েছে সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৯৫০ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৩৪ জনের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কিছু অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের উচ্চমাত্রা দেখা গেলেও ভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার।

বিধিনিষেধ শিথিলের পর শনিবার দেশটির সরকারি কর্মচারীরা আবার কাজে যোগ দিয়েছেন। শপিংমলগুলো এখন সন্ধ্যা ৬ট পর্যন্ত খোলা রাখা হচ্ছে। এরইমধ্যে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে দেওয়া ঘোষণায় রুহানি বলেন, “প্রাত্যহিক নামাজের জন্য দেশজুড়ে মসজিদের দরজাগুলো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।” শপিংমলগুলো খোলা রাখার সময়সীমাও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান ও দক্ষিণপূর্বাঞ্চলীয় বালুচিস্তানে এখনও উচ্চমাত্রার সংক্রমণ অব্যাহত রয়েছে। প্রদেশ দুটিকে ‘রেড’ জোন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিকে হোয়াইট, ইয়েলো ও রেড জোনে বিভক্ত করেছে। 

তেহরানের সরকারি করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান আলিরেজা জালি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, রাজধানীর পরিস্থিতি ‘এখনও অনুকূল নয়’। বিধিনিষেধ শিথিল করার সঙ্গে সঙ্গে আইনের প্রয়োগ আরও কঠোর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।