আসামে ভূমি ধসে নিহত অন্তত ২০

ভারতের আসামে ধারাবাহিক ভূমি ধসে অন্তত ২০ জন নিহত হয়েছে। দক্ষিণ আসামের বরাক উপত্যকার তিনটি আলাদা জেলায় মঙ্গলবার এসব ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে আরও বেশ কয়েক জন আহত হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।noname

গত কয়েক দিন ধরেই আসামে ভারী বৃষ্টিপাত চলছে। রাজ্যের প্রায় তিন লাখ ৭২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। সবচেয়ে বেশি বন্যা দুর্গত জেলাগুলোর মধ্যে রয়েছে গোয়ালপারা, নওগা এবা হোজাই।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভূমি ধসে নিহতদের মধ্যে সাত জন চাচর জেলার, সাতজন হাইলাকান্দি জেলার আর অপর ছয় জন করিমগঞ্জ জেলার বাসিন্দা। নিহতরা মূলত তিনটি আলাদা পরিবারের সদস্য। এদের মধ্যে ১১ জন শিশু ও তিন নারী রয়েছেন।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে জেলায় ইতোমধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। পানির নিচে রয়েছে ৩৪৮টি গ্রাম। প্রায় ২৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরালো করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।