দূতাবাস কর্মীদের করোনা পরীক্ষার অনুরোধ আমিরাতের, যুক্তরাষ্ট্রের ‘না’

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসের শতাধিক কর্মীকে আমিরাতে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছিল দেশটি। তবে এমন অনুরোধে ‘বিনয়ের সঙ্গে অস্বীকৃতি’ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।12

ওই কর্মকর্তা জানিয়েছেন, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে আমিরাতে ওই টেস্ট করাতে রাজি হননি মার্কিন কর্মকর্তারা। গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণ হচ্ছে, আমিরাতে এই পরীক্ষা পদ্ধতির সঙ্গে চীনা প্রতিষ্ঠান ও প্রযুক্তির সম্পৃক্ততা রয়েছে।

গত মার্চের শেষদিকে চীনা জিনোমিক্স সংস্থা বিজিআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রুপ  জি ৪২-এর যৌথ উদ্যোগে আমিরাতে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়। জি ৪২-এর সঙ্গে আবুধাবির শাসক পরিবারের সম্পর্ক রয়েছে।