পার্লামেন্টে দীর্ঘ তর্কবিতর্কের পর সংখ্যাগরিষ্ঠ এমপির অনুমোদন সাপেক্ষে সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট এর বিরুদ্ধে এই হামলা শুরু করল ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনী।
ইতোমধ্যে চারটি টর্নেডো জেট হামলার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিবিসি জানিয়েছে, ছেড়ে যাওয়া বিমানগুলো ছাড়াও ঘাঁটিতে আরও চারটি যুদ্ধবিমানকে ‘প্রস্তুত’ রাখা হয়েছে।
এর আগে বুধবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি ও বাদানুবাদ হয়।এ বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক হয়। এই হামলার পক্ষে ভোট পড়ে ৩৯৭টি এবং বিপক্ষে ভোট পড়ে ২২৩টি।
ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু হয়েছে।
সূত্র বিবিসি
ইউআর/বিএ/