সিয়াটলের বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে সিয়াটলে পুলিশমুক্ত একটি এলাকায় বিক্ষোভরতদের হটিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই এলাকাটি ফের পুলিশের দখলে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। তবে ওই এলাকায় হস্তক্ষেপ নিয়ে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিয়াটলের বিক্ষোভকারী

২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। সিয়াটলে ক্যাপিটল হিল সায়ত্ত্বশাসিত অঞ্চল শাজে গত কয়েকদিন ধরেই বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। গত সোমবার সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার পর পুলিশ একসময় ওই এলাকা ত্যাগ করে। পরে বিক্ষোভকারীরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। 

বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বৃহস্পতিবার (১১ জুন) ট্রাম্প একের পর এক টুইট করেন। বিক্ষোভকারীদের ‘স্থানীয় সন্ত্রাসী’ উল্লেখ করেন তিনি। দাবি করেন, ‘স্থানীয় ন্ত্রাসীরা’ সিয়াটল দখলে নিয়েছে।

ওয়াশিংটন অঙ্গরাজ্য কর্তৃপক্ষের প্রতি এক টুইটে ট্রাম্প বলেন, ‘এখনই আপনাদের শহর নিয়ন্ত্রণে নিন। যদি আপনারা সেটি না পারেন, তবে আমিই তা করে দেখাব।’

আরেক টুইটে ট্রাম্প বলেন, স্থানীয় সন্ত্রাসীরা সিয়াটল দখলে নিয়েছে অথচ ওয়াশিংটন গভর্নর জে ইন্সলি ‘বোকার মতো’ তাকিয়ে তাকিয়ে দেখছেন।

পাল্টা একটি টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন গভর্নর। তিনি বলেছেন, যে ব্যক্তি শাসনব্যবস্থা চালাতে পুরোপুরিই অক্ষম, তার ওয়াশিংটন অঙ্গরাজ্য নিয়ে মাথা না ঘামালেও চলবে।