পুলিশ সংস্কারে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প

কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া তীব্র আন্দোলনের জেরে পুলিশ বাহিনীর সংস্কারে নতুন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আদেশে আফ্রিকান আমেরিকান নাগরিকদের প্রতি পুলিশ কর্মকর্তাদের আচরণ কেমন হবে তার বর্ণনা থাকবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জড়িত চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রে চলমান ওই বিক্ষোভ মোকাবিলায় ব্যবস্থা নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরই গত সপ্তাহে এক অনুষ্ঠানে পুলিশ সংস্কারে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।

মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্বাহী আদেশের লক্ষ্য পুলিশ বিভাগকে ভর্তুকি দিয়ে ইতিবাচক আচরণে উৎসাহিত করা।