চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই সোমবার রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৫ তম বার্ষিকীর কুচকাওয়াজে যোগ দিতে তার এ সফর।

রাশিয়ায় উড়াল দেওয়ার আগে রবিবার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন রাজনাথ। কথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, স্থল সীমান্ত, আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের চারপাশে চীনা গতিবিধির ওপর ‘কড়া নজর’ রাখার নির্দেশ দিয়েছেন রাজনাথ। পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের যে কোনও ‘আগ্রাসী আচরণ’ রুখে দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

এদিকে চীন ও ভারতের মধ্যে বিদ্যান সীমান্ত সংকটে সরাসরি কোনও পক্ষ নেননি ভারতের মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এবং ভারতের সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতা সত্ত্বেও বেইজিং-এর বিরুদ্ধে দিল্লির পক্ষ নেননি তিনি।

স্থানীয় সময় শনিবার রাতে ওকলাহোমায় নির্বাচনি সভায় যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি। চীনের সঙ্গে কথা বলছি। ওদের ওখানে বড় ধরনের সমস্যা হয়েছে। ওরা সংঘাতে জড়িয়েছে। আমরা দেখবো এরপর কী হয়। আমরা তাদের সাহায্য করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, জোট নিরপেক্ষ দেশ হিসেবে ভারত দীর্ঘদিন থেকেই পরাশক্তিদের প্রভাবের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছিল। একই সঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বাতন্ত্র বজায় রেখেছিল দেশটি। তবে গত দুই দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলেছে দিল্লি। যুক্তরাষ্ট্র এখন ভারতের শীর্ষ অস্ত্র রফতানিকারক। তবে বিদ্যমান বাস্তবতায় পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ঝালাইয়ে আগ্রহী দিল্লি। সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স।