শরণার্থী বোঝাই নৌকা ডুবে নিহত ১৮

Refugee Boatতুরস্ক থেকে সমুদ্র পথে গ্রিসে যাওয়ার পথে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে ১৮ জন প্রাণ হারিয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। তুরস্কের দোগান নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স খবরটি নিশ্চিত করে।
তুরস্কের বদরুম শহর থেকে ছেড়ে আসা নৌকাটি শুক্রবার রাতে উপকূল থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার এগিয়ে ডুবে যায়। কাঠের নৌকাটি ডুবে যাওয়ার পর শরণার্থীদের চিৎকার শুনে জেলেরা তুরস্কের কোস্টগার্ডকে খবর দেয়। কোস্টগার্ড পানি থেকে ১৮ মৃতদেহ উদ্ধারের পাশপাশি জীবিতদের উদ্ধার করে। শরণার্থীদের অধিকাংশই ইরাক, পাকিস্তান ও সিরিয়ার নাগরিক।
জীবিত অবস্থায় উদ্ধারকৃতদের বদরুমের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থাটি। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে তুরস্কের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সেই মুহূর্তে তাদের পাওয়া যায়নি।
/বিএ/