স্কটল্যান্ডে ছুরি হামলায় নিহত ৩

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছে। শুক্রবার একটি হোটেলে চালানো এ হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয় জন আহত হয়েছেন। পুলিশি অভিযানে হামলাকারী নিহত হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না পুলিশ।noname

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে বলেছেন, হামলার পর  কয়েকজন রক্তাক্ত মানুষকে চিকিৎসা দেন জরুরি সেবাকর্মীরা। সেসময় ঘটনাস্থলে সশস্ত্র পুলিশও দেখা যায়।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্কটল্যান্ড পুলিশের প্রধান সহকারী কনস্টেবল স্টিভ জনসন। তিনি বলেন, এখন আর কোনও বিপদ নেই। সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে হামলার বিষয়ে অন্য কারো খোঁজ করা হচ্ছে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের রেডিং শহরের একটি পার্কে ছুরি হামলার ঘটনায় তিন জন নিহত হয়। ওই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে পুলিশ।