গালওয়ানে এবার চীনের ১৬ সেনা ছাউনি! (ভিডিও)

গালওয়ান উপত্যকার নতুন উপগ্রহচিত্রে ফের পরিবর্তন ধরা পড়েছে বলে দাবি করছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। তাদের সংগ্রহ করা সর্বশেষ উপগ্রহচিত্রে গালওয়ান নদীর তীরে কালো ত্রিপলে ঢাকা অন্তত ১৬টি সেনা ছাউনির উপস্থিতি পাওয়া গেছে। এনডিটিভি বলছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) এসব সেনা ছাউনি চীনের পিপল’স লিবারেশন আর্মির।

ভিডিও:

 

এই সেক্টরে এলএসির ৯ কিলোমিটারের মধ্যেই ওই ১৬টি চীনা ক্যাম্পের অবস্থান ধরা পড়েছে উপগ্রহচিত্রে। এনডিটিভি বলছে, গত ১৫ জুন প্রাণঘাতী সংঘাতের পরও যে চীনারা তাদের অবস্থান থেকে সরেনি সেটাই প্রমাণিত হলো। ২৫ ও ২৬ জুনের এই ছবিগুলো তুলেছে প্ল্যানেট ল্যাবস।

গত ২২ জুনের উপগ্রহচিত্রে গালওয়ানে চীনের তৈরি পাকা কাঠামোর খোঁজ পাওয়া গিয়েছিল। এবার নতুন করে কালো কাপড়ে ঢাকা সেনা ছাউনির ছবি মিলল, যা আগে ছিল না।

উল্লেখ্য, গত ১৫ জুন লাদাখের সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। উত্তেজনা নিরসনে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। তারপরও শান্তি ফেরার ইঙ্গিত মিলছে না।