করোনার উপসর্গ নিয়ে বিয়ের পরদিনই বরের মৃত্যু

বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। এরমধ্যেই রীতিমতো আয়োজন করে বিয়ে করেন ভারতের বিহারের এক ব্যক্তি। ভালোয় ভালোয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পরদিনই মারা যান বর। একইসঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া আরও ৮৯ জনের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।noname

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনার পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৮৯ জনের ফল পজিটিভ এসেছে। ৩১ জন আগে থেকেই আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বাকিরা বিয়ের অনুষ্ঠান থেকেই আক্রান্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বর মারা যায়। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাদেরও টেস্ট করা হয়।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি (বর) বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছু দিনের জন্যে দিল্লি গিয়েছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছু দিন কোয়ারেন্টিনে ছিলেন। তখন তার মধ্যে সেভাবে কোনও লক্ষণই দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে, যদিও তিনি তা উপেক্ষা করেন।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা আক্রান্ত হন।