ইসরায়েলকে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্পসারণ পরিকল্পনার বিষয়ে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার (১ জুলাই) তিনি বলেছেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি এগিয়ে নিয়ে গেলে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের চেষ্টাকে ব্যাহত করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

যুক্তরাষ্ট্র ঘোষিত তথাকথিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে দখলকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। গত মে মাসে ইসরায়েলি নেতারা এই পরিকল্পনা বাস্তবায়নে ১ জুলাই থেকে মন্ত্রিসভায় বিতর্ক শুরুর বিষয়ে সম্মত হয়। তারপর থেকেই ধারণা করা হতে থাকে দখল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে ইসরায়েল। তবে বুধবার ওই বিতর্ক শুরু হয়নি। এমনকি পরিকল্পনা বাস্তবায়ন শুরুর দিনক্ষণও নির্ধারিত হয়নি।

বুধবার ইসরায়েলের শীর্ষ দৈনিক ইয়েদিওথ আহরোনোথ’এ লেখা এক নিবন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লিখেছেন, ‘সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ তিনি বলেন, ‘আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইসরায়েল যে অগ্রগতি অর্জন করেছে তাতে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে সম্প্রসারণ।’ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ন্যায়সঙ্গত এবং নিরাপত্তা নিশ্চিত করে এমন সমাধানের ওপর জোর দেওয়ার তাগিদ দেন জনসন।