মুহূর্তেই হারিয়ে যায় মিয়ানমারের খনি শ্রমিকেরা, ১৬২ মরদেহ উদ্ধার

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ১৬২ জনের মরদেহ উদ্ধার ও ৫৪ জনকে কাছের হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। ভারী বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সকালে কাচিন প্রদেশের খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক মিনিটের মধ্যেই খনিতে কর্মরত শত শত শ্রমিক হারিয়ে যায়। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে মিয়ানমারের ফায়ার সার্ভিস বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

অলঙ্কারে ব্যবহারের জন্য অন্যতম দামি পাথর হিসেবে বিবেচিত হয় জেড পাথর। বিশ্বে সবচেয়ে বেশি জেড পাথরের মজুত রয়েছে মিয়ানমারে। কিন্তু সেখানে প্রায়ই অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে। বৃহস্পতিবার সকালে কাচিন প্রদেশের হপাকান্ত এলাকায় ওই খনি ধসের ঘটনা ঘটে।

মিয়ানমার ফায়ার সার্ভিসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার এবং ৫৪ জনকে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, খনি শ্রমিকেরা কাদার ঢেউয়ে ভেসে যায়।

ওই এলাকায় খনিতে কাজ করেন মং খিয়াং। তিনি জানান, খনির বর্জ্যের স্তূপ ভেসে যেতে শুরু করলে মানুষ দৌড়াও দৌড়াও বলে চিৎকার শুরু করে। তিনি বলেন, ‘এক মিনিটের মধ্যেই নিচের সব মানুষ যেন হারিয়ে গেল। সবাই সাহায্য চাইছিল কিন্তু কেউই সাহায্য করতে পারেনি।’

স্থানীয় নাগরিক অধিকার সংঘের সদস্য থান হ্লাং জানান, মৃতদের বেশিরভাগই অনানুষ্ঠানিক শ্রমিক। বড় খনি কোম্পানির ফেলে যাওয়া বর্জ্য অপসারণ করছিল তারা। এদের ক্ষতিপূরণ পাওয়ার কোনও আশা নেই।