যুক্তরাষ্ট্রের ৯৯ শতাংশ করোনার ঘটনাই ‘সম্পূর্ণ ঝুঁকিমুক্ত’: ট্রাম্প

কোনও প্রমাণ বা তথ্য-উপাত্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার দেশে করোনাভাইরাসের ৯৯ শতাংশ ঘটনাই ‘সম্পূর্ণ ঝুঁকিমুক্ত’। শনিবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প আবারও এই ভাইরাসের দায় চীনের ওপর চাপিয়েছেন।

ট্রাম্প

মহামারি মোকাবিলায় তীব্র সমালোচনার মুখে থাকা ট্রাম্প স্বাধীনতা দিবসের দিনে হোয়াইট হাউসে দেওয়া ভাষণে বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৯ হাজার মানুষের।