দিল্লিতে ‘লস্কর-ই-তৈয়বা’র দুই সদস্য সক্রিয়!

delhi laskarপাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’ ভারতের রাজধানী দিল্লিতে হামলার ছক কষছে দাবি করে একটি খবর প্রকাশ করেছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।
গোয়েন্দা সূত্রের বরাতে তারা জানিয়েছে, গুরুত্বপূর্ণ পদে থাকা কোনও ব্যক্তি বা জনবহুল এলাকা লক্ষ্য করে হামলা হতে পারে। দিল্লি পুলিশের বরাতে আনন্দবাজার দাবি করে, দুজনা ও উকশা নামের দুই জঙ্গি ইতিমধ্যেই রাজধানীতে সক্রিয় হয়েছে। তাদের খোঁজে দিল্লি ও আশেপাশের এলাকায় এখন চিরুনি অভিযান চালানো হচ্ছে।
এদিকে জম্মুতে চরচক্রের তদন্তে নাদিম সাবির নামে রাজৌরির আরও এক বাসিন্দার গ্রেফতার হওয়ার খবর দিয়েছে আনন্দবাজার। তারা জানিয়েছে, সাবিরের সঙ্গে যোগাযোগ থাকায় শিলিগুড়িতে মোতায়েন এক জওয়ানের খোঁজে দল পাঠিয়েছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।
আনন্দবাজার জানায়, দিল্লিতে হামলার ছকের কথা জানতে পেরেই লোদী কলোনিতে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের দফতরে এ বিষয়ে এফআইআর করা হয়েছে। এফআইআর-এ কারও নাম করা হয়নি।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, দুজনা ও উকশা নামে ওই দুই জঙ্গি প্রথমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জম্মু-কাশ্মীরে ঢোকে। তারপর তারা দিল্লি পৌঁছায়। পুলিশ জানতে পেরেছে, হামলার ছক কষতে ওই দুই জঙ্গি কনট প্লেস, জনপথ বাজারের মতো জনবহুল এলাকায় ঘোরাফেরা করেছে।  গোয়েন্দারা জানিয়েছেন, তাদের নিয়মিত যোগ রয়েছে লস্কর কম্যান্ডারদের সঙ্গে। কথাবার্তার সময় বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করছে ওই জঙ্গিরা।
গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে আনন্দবাজার দাবি করে, আল কায়দা ও লস্কর-ই-তৈয়বা কিছু দিন ধরেই ভারতে হামলার ছক কষছে,  আর তাদের মদত দিচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। সূত্র: আনন্দবাজার

/বিএ/