চলন্ত রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

 

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ওইসে এলাকার একটি থিম পার্কের চলন্ত রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে ওই নারী পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই একই রোলার কোস্টার থেকে পড়ে গিয়ে ২০০৯ সালেও একজনের মৃত্যু হয়েছিল।

করোনা পরিস্থিতির কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত ৬ জুন খুলে দেওয়া হয় পার্ক সেন্ট পল। ৩২ বছর বয়সী ওই নারী ফরমুলা ওয়ান নামক রোলার কোস্টারে চড়েছিলেন। ওই পার্কের ৪৫টি রাইডের একটি হলো ফরমুলা ওয়ান কোস্টার। অন্তত ৪ ফুট এবং তার চেয়ে বেশি উচ্চতার মানুষ এ রাইডে চড়তে পারে।

শনিবার ওই নারী রোলার কোস্টার থেকে পড়ে যাওয়ার পর দ্রুত জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচাতে পারেননি।

ঘটনার পর রোলার কোস্টারটি যে পাশে অবস্থিত সে অংশটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ।