মার্কিন নৌবাহিনীর জাহাজে বিস্ফোরণ, আহত ২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির নৌবাহিনীর একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে আগুন ধরে যায়। রবিবারের এ ঘটনায় আহত হয়েছে ২১ জন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।12

স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউএসএস বোনহোম রিচার্ড নামের জাহাজটিতে বিস্ফোরণ ঘটনা ঘটে। এ সময় রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটি বন্দরে নোঙ্গর করা ছিল।

বিস্ফোরণের ঘটনায় আহত ২১ জনের মধ্যে ১৭ জনই নাবিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টুইটারে দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনা নিয়ে কথা বলেছেন নেভাল অপারেশন্স চিফ। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের ভূমিকার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পেন্টাগনের মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল চার্লস ব্রাউন বলেন, আহত নাবিকদের বেশিরভাগেরই শরীরের সামান্য অংশ পুড়ে গেছে।

ইউএস নেভি জানিয়েছে, জাহাজটি সাধারণত প্রায় এক হাজার ক্রু বহন করে। তবে দুর্ঘটনার সময় এতে ১৬০ জনের মতো নাবিক ছিলেন।