চার দশকের ব্যাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘মিস ইরাক’ শায়মা

Iraq beauty contest 2015 AFPছিলো না ধোয়া, অ্যালকোহল কিংবা সুইমস্যুইট প্রতিযোগিতা। তবে এর বাইরে আর যা কিছু থাকে সুন্দরী প্রতিযোগিতায়, ছিল তার সবই। গত চার দশকের মধ্যে প্রথমবার অনুষ্ঠিত হলো 'মিস ইরাক' প্রতিযোগিতা। শিরোপা জিতে নিলেন শায়মা কাশিম। ২০ বছর বয়সী শায়মা দেশটির বহু জাতিগোষ্ঠীর শহর কিরকুকের বাসিন্দা।  মিডল ইস্ট আইয়ের খবরে শায়মার ‘মিস ইরাক’ নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করা হয়।
রাজধানী বাগদাদের একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শনিবার দিবাগত রাতে  অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক সব মান বজায় রাখার চেষ্টা ছিল। কারণ প্রতিযোগিতায় জয়ীদের পরবর্তী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাঠানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
'মিস ইরাক' মুকুট জেতার পর এক প্রতিক্রিয়ায় শায়মা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, 'ইরাক এগিয়ে যাচ্ছে তা দেখে আমি খুবই খুশি। এই প্রতিযোগিতা বড় মাপের ঘটনা ও তা ইরাকিদের মুখে হাসি এনে দিয়েছে।’ সংঘর্ষে যারা সহায় হারিয়েছেন, সেইসব ইরাকিদের মাঝে শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ইরাকে সর্বশেষ সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল ১৯৭২ সালে।
/বিএ/