আটটি অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করতে পেরেছে হ্যাকাররা: টুইটার

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে হ্যাকিংয়ের কবলে পড়া টুইটার অ্যাকাউন্টগুলোর মধ্যে আটটির তথ্য ডাউনলোড করতে সক্ষম হয়েছে হ্যাকাররা। তবে এগুলোর কোনোটিই ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়। শনিবার (১৮ জুলাই) টুইটার কর্তৃপক্ষ এমন দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতীকী ছবি

বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশিষ্টজনের অ্যাকাউন্টসহ শতাধিক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়ে। হ্যাকড হওয়া অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বিলিয়নিয়ার এলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোস, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন, র‌্যাপার কেনি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রেটি কিম কার্দাশিয়ান। মিডিয়া বিলিয়নিয়ার মাইক ব্লুমবার্গের টুইটারও হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়া সব টুইটার অ্যাকাউন্ট থেকে একইরকম পোস্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘করোনাভাইরাস মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।’’ তার নিচে বিটকয়েন পাঠানোর একটি ঠিকানাও দেওয়া হয়েছে ওই সব পোস্টে। সব টুইটে একই ঠিকানা দেওয়া হয়েছে।

শনিবার টুইটা কর্তৃপক্ষ জানায়, হ্যাকাররা ১৩০টি অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করেছিল। তবে তারা ৪৫টির পাসওয়ার্ড রিসেট করে এগুলোর নিয়ন্ত্রণ নিতে পেরেছে। ওই ৪৫টি অ্রাকাউন্ট থেকেই টুইট করেছে তারা। আটটি অ্যাকাউন্ট এর বিস্তারিত তথ্য ডাউনলোড করতে পারলেও সেগুলো ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়।

টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাম্প্রতিক হ্যাকিং নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে তারা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের সঙ্গেও আলাপ চলছে।

এ হ্যাকিংয়ের ঘটনায় তদন্ত করছে এফবিআই। বৃহস্পতিবার তদন্ত শুরুর ঘোষণা দিয়ে এফবিআই-এর পক্ষ থেকে বলা হয়, ‘আপাতত মনে করা হচ্ছে, ক্রিপ্টো কারেন্সি জালিয়াতির কাজে ব্যবহারের জন্য টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে।’ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফবিআই।