সংক্রমণ বৃদ্ধির স্বীকারোক্তি ট্রাম্পের, আবারও ব্রিফিং শুরুর ঘোষণা

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নিয়মিত করোনা ব্রিফিং আবারও শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিস থেকে এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম সিএনএন।সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসের মহামারির শুরুর দিনগুলোতে হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে পরিস্থিতি অবহিত করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প একাধিকবার বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর ওই ব্রিফিং স্থগিত হয়ে যায়। সম্প্রতি দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যে প্রেসিডেন্টের নিয়মিত ব্রিফিং না থাকায় শঙ্কা প্রকাশ করেন ট্রাম্পের উপদেষ্টারা।

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বলেন, ‘ফ্লোরিডা, টেক্সাসসহ আরও কয়েকটি স্থানে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বিশালাকারে বৃদ্ধি পেয়েছে। আমি এসবের সঙ্গে সম্পৃক্ত হবো এবং ব্রিফিং করা শুরু করবো।’ তিনি বলেন, ব্রিফিং শুরু হলে তিনি করোনার ওষুধ ও ভ্যাকসিন উদ্ভাবনের অগ্রগতির কথা জানাতে পারবেন এবং ভাইরাসটি মোকাবিলায় তার প্রশাসনের করা ইতিবাচক বিষয়গুলো সামনে আনতে পারবেন।

ব্রিফিং আবারও শুরুর যুক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি মানুষকে অবহিত করার ক্ষেত্রে এটা খুবই ভালো উপায়।’ স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) বিকাল পাঁচটা থেকে এই ব্রিফিং শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই ভালো সময়।’ বিপুল সংখ্যক মানুষ এই সময়ে টেলিভিশন দেখে থাকে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার যুক্তরাষ্ট্রেএকদিনে নতুন করে আরও ৬১ হাজারেও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এদিন দেশটিতে মোট ৬১ হাজার ৪৮৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৭ লাখ ৭৩ হাজার ২৬০।