ইরাকের মাটিতে ইরানবিরোধী তৎপরতা সহ্য করা হবে না: ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি বলেছেন, তার দেশের মাটিতে ইরানবিরোধী কোনও তৎপরতা সহ্য করা হবে না। মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।12

মুস্তফা আল-কাজিমি বলেন, দুই সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

সাক্ষাৎকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে ইরান ও ইরাক গভীর বন্ধনে আবদ্ধ। দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাটিয়ে উঠতে পারবে বলে প্রেসিডেন্ট রুহানি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎ পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট বলেন, বাগদাদ ও তেহরান দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ দুই হাজার কোটি ডলারে উন্নীত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কাজিমির চলমান তেহরান সফর ইরাক-ইরান সম্পর্ক উন্নতির ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।

সাক্ষাতে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে দুইটি দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের চেয়ে বেশি কিছু বলে মন্তব্য করেন।

তিনি বলেন, দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে ইরান ও ইরাকের জনগণের প্রবল সমর্থন রয়েছে। এটি এ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পৃষ্ঠপোষকতা হিসেবে কাজ করবে। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।