লেবানন ভূখণ্ডে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত

লেবাননের ভূখণ্ডে একটি ইসরায়েলি নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়েছে। রবিবার (২৬ জুলাই) লেবানন সংলগ্ন উত্তর সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মহড়া চলার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করছে, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়ে যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইসরায়েলি ড্রোন (ফাইল ফটো)

রবিবার (২৬ জুলাই) দিনের প্রথমভাগে লেবাননের সামরিক বাহিনী দাবি করেছিল, ইসরায়েলের কয়েকটি ড্রোন দেশের দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং দুই দিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে। ইসরায়েল বলছে, লেবাননের সশস্ত্র সংগঠর হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এরমধ্যেই রবিবার তাদের নজরদারি ড্রোন বিধ্বস্ত হয় এবং তা লেবাননের ভূখণ্ডে গিয়ে পড়ে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্য, চ্যানেল ১২ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কার বিধ্বস্ত হয়েছে ড্রোনটি।