ভারতে দৈনিক শনাক্তের নতুন রেকর্ড

বৃহস্পতিবারের অর্ধ লক্ষাধিক রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার ভারতে দৈনিক শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ হাজার ৭৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে আরও ৭৭৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।

noname

আক্রান্তের সংখ্যায় ভারতের অবস্থান এখন তৃতীয়। এনডিটিভি জানিয়েছে, ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া নতুন করে আরও প্রায় আটশ’ মানুষের মুত্যুর পর ভারতে করোনায় প্রাণহানির সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৭ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতদিনে রেকর্ড সর্বোচ্চ ৬ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। দৈনিক পরীক্ষার সংখ্যা দশ লাখে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে তারা।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে, অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় পর্যায়ে লকডাউন আরও বাড়িয়ে দিয়েছে। মহারাষ্ট্র এবং তামিলনাড়ু উভয় রাজ্যের সরকারই ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানোর নির্দেশনা জারি করেছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরেও লকডাউনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা ৪ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়িয়েছে, অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সরকার ঠিক করেছে প্রত্যেক সপ্তাহান্তে লকডাউন করবে।

পশ্চিমবঙ্গ সরকারও সপ্তাহে দুদিন করে কঠোর লকডাউন পালন করছে। আগামী সপ্তাহে ৫ অগাস্ট পূর্ণ লকডাউন পালন করা হবে। একইভাবে, জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলায় ৩১ জুলাই থেকে সপ্তাহান্তে লকডাউন পালন করবে বলে ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশ ৩ আগস্ট থেকে মাছিলিপত্তনমে লকডাউন ঘোষণা করেছে।

চলতি বছরের ৩০ জানুয়ারি প্রথমবারের মতো ভারতের কেরালায় করোনার সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে সারা দেশে এই রোগের সংক্রমণ বেড়েছে।