কসোভোর প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আইসোলেশনে আছেন।

noname

ইউরোপের অন্যতম দরিদ্র দেশ কসোভোতে জুন থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। প্রায় ১৮ লাখ জনসংখ্যার এ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার।

জুন মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হতি। রবিবার রাতে তিনি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার কথা জানান। হতি লিখেছেন,  ‘আজ আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন। ‘সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর কোনো উপসর্গ নেই।’ জানান তিনি।