বিশ্বের শিক্ষা কার্যক্রমে প্রজন্মগত বিপর্যয় চলছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বের শিক্ষা কার্যক্রম। একে ‘প্রজন্মগত বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে ১ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে অন্তত ৬ লাখ ৯২ হাজার মানুষ। করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে বিশ্বের ৯৪ শতাংশ শিক্ষার্থীর ওপর প্রভাব পড়ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতিসংঘের ‘সেভ আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গুতেরেস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, করোনা মহামারির কারণে বিশ্বের ১৬০টি দেশের স্কুল বন্ধ রয়েছে। এতে ১শ’ কোটিরও বেশি শিক্ষার্থীর ওপর প্রভাব পড়ছে। তিনি বলেন, ‘এখন আমরা প্রজন্মগত এক বিপর্যয়ের মধ্যে আছি, যা মানুষের অনেক সম্ভাবনাকে নষ্ট করে দেবে, দশকের পর দশক ধরে চেষ্টার পর যে অগ্রগতি এসেছে তা খর্ব করবে, অসমতা বাড়িয়ে দেবে।’

করোনার প্রভাবে অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে আগামী বছর অনেক শিশু-কিশোরকে তাদের পড়াশোনায় ইতি টানতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গুতেরেস। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলো খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।