বিদেশি শ্রমিক নিয়োগের বাধা তুলে নিচ্ছে মালয়েশিয়া

স্থানীয় কর্মীদের সুরক্ষায় কয়েকটি সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান এক বিবৃতিতে জানান, বেশ কিছু নিয়োগদাতার অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে বৈধভাবে কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।মালয়েশিয়ায় পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে

করোনাভাইরাস মহামারির মধ্যে স্থানীয়দের কাজের সুযোগ নিশ্চিত করতে জুলাই মাসে নির্মাণ, কৃষি এবং খামার সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেয় মালয়েশিয়ার সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে ৬৭ হাজার স্থানীয় কর্মী এবং চার হাজার সাতশ’ বিদেশি কর্মী কাজ হারায়।

বৃহস্পতিবার মালয়েশিয়ার সরকারি বিবৃতিতে বলা হয়, ‘তারপরও কিছু নিয়োগদাতা দাবি করছেন তাদের এখনও বহু বিদেশি কর্মী প্রয়োজন এবং তারা নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আবেদন করেছেন।’ তবে কর্মী চাহিদা পূরণের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে নিয়োগদাতাদের আহ্বান জানান মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান।

কোনও ক্ষেত্রে স্থানীয় শ্রমিক পাওয়া না গেলে বিদেশি কর্মী পুনরায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যারা বৈধভাবে কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের বিবেচনায় নেওয়ার আহ্বান জানান দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান। যদি কোনও বিদেশি শ্রমিককে পুনরায় মালয়েশিয়ায় নিতে হয় তাহলে তাকে অবশ্যই আগে যে সেক্টরে কর্মরত ছিল সেই সেক্টরেই নিয়োগ দিতে হবে বলে জানান তিনি।

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২১ লাখ বিদেশি কর্মী বৈধভাবে অবস্থান করছেন।