২০১৫ সালে চার গুণ বেশি অভিবাসীর ইউরোপে প্রবেশ: আইওএম

EU Migrant২০১৫ সালে বিভিন্ন দেশ থেকে স্থল ও সাগরপথে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর এ সংখ্যা আগের বছরের চেয়ে চার গুণ বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র দেওয়া নতুন এক পরিসংখ্যানের বরাতে মঙ্গলবার খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অভিবাসন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১০ লাখ ৫ হাজার ৫শ’ ৪ জন অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছে। এরমধ্যে কেবল সাগরপথেই পাড়ি দিয়েছে ৮ লাখেরও বেশি অভিবাসী। আর চলতি বছর ইউরোপে পাড়ি দেওয়ার সময় ডুবে যাওয়া কিংবা নিখোঁজ হওয়া অভিবাসীর সংখ্যা ৩ হাজার ৬শ’ ৯৫ জন। অভিবাসীদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের নাগরিক বলে উল্লেখ করেছে আইওএম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সিরিয়া থেকে ইউরোপে পাড়ি দিয়েছে ৪ লাখ ৫৫ হাজার অভিবাসী আর আফগানিস্তান থেকে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার।

চলতি বছর বিশ্বব্যাপী ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের সংখ্যা ৬ কোটি ছাড়াতে পারে বলে সতর্ক করেছিল জাতিসংঘ।  সূত্র: বিবিসি

/এফইউ/