সংবাদমাধ্যমটি জানায়, ‘সাম্প্রদায়িক উসকানি ছড়ানো’ এবং ‘সংঘাত ও সঙ্কট’ বাড়িয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার পু-এর বিরুদ্ধে বেইজিংয়ের ইন্টারমিডিয়েট পিপল’স কোর্ট এ সাজা ঘোষণা করেন। সিসিটিভি জানায়, এরইমধ্যে পু আদালতের রায় মেনে নিয়েছেন এবং কোনও আপিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এদিকে পু-কে দোষী সাব্যস্ত করায় ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তার বিরুদ্ধে স্থগিত কারাদণ্ডাদেশ হওয়ায় একরকম স্বস্তিও জানিয়েছে তারা।
সরকারবিরোধী সমালোচকদের ধরপাকড়ের অংশ হিসেবে দেড় বছর আগে আটক হন পু।
২০১১ সাল থেকে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড এবং নীতিমালার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পু-এর দেওয়া ৭টি পোস্টের ওপর ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সূত্র: আল জাজিরা
/এফইউ/