পরমাণু স্থাপনায় বিস্ফোরণ নাশকতা ছিল: ইরান

ইরান বলছে, গত মাসে তাদের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা নাশকতা ছিল। রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন। তবে এই নাশকতার নেপথ্যে কারা আছেন, তা বলা হয়নি।

noname

জুলাইয়ের প্রথম সপ্তাহে তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আগুন লাগে। সে দেশের কর্মকর্তাদের একাংশ তখন বলেছিলেন, সাইবার হামলার কারণেই ওই অগ্নিকাণ্ড হয়। তবে ওই কর্মকর্তারা নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।

রবিবার বেহরুজ বলেন, ‘নানতাজ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ছিল নাশকতার ফল। নিরাপত্তা কর্তৃপক্ষ যথাসময়ে বিস্ফোরণের কারণ প্রকাশ করবে।’

এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটির বেশিরভাগ অংশই মাটির নিচে অবস্থিত। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণে থাকা ইরানের বেশ কয়েকটি স্থাপনার মধ্যে এটি অনতম। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে পরমাণু স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাধাগ্রস্ত হতে পারে।