ইমাম হোসেন (রা.) স্মরণে মোদির টুইট

ইমাম হোসেন (রা.)-কে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার পবিত্র আশুরা উপলক্ষে পোস্ট করা এক টুইটার বার্তায় মোদি বলেছেন, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন নবী মোহাম্মদ (সা.)-এর এই দৌহিত্র।

noname

আনন্দবাজার পত্রিকা বলছে, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মোদি সংখ্যালঘুদের আস্থা অর্জনের লক্ষ্য ‘সব কা বিশ্বাস’-এর মন্ত্র নিয়েছিলেন। তবে লোকসভা নির্বাচনে জয়ের পর সংখ্যালঘুদের আস্থা অর্জনের কথা বললেও গত এক বছরের বেশি সময় ধরে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ সংখ্যালঘুদের আতঙ্কিত করেছে বলে অভিযোগ রয়েছে। এমন সময়েই আশুরা উপলক্ষে টুইট করলেন তিনি। 
টুইটারে মোদি লিখেছেন,  ‘আমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করি। তার কাছে সত্য ও ন্যায়ের মূল্যবোধের থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার অনেকের জন্যই প্রেরণার।’

বিরোধীদের অভিযোগ, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল, এনআরসি ও নাগরিকত্ব আইনে সংখ্যালঘুদের মধ্যে আরও আতঙ্ক তৈরি হয়েছে।