পুলিশের গুলিতে নিহত পোর্টল্যান্ডের সন্দেহভাজন বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে বর্ণবাদবিরোধীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মাইকেল রেইনোয়েল নামের ৪৮ বছরের এই ব্যক্তি গত সপ্তাহে বিক্ষোভে একজনকে হত্যার ঘটনায় তদন্তের আওতায় ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_114237762_tv063161286

রেইনোয়েল এর আগে দাবি করেছিলেন, আত্মরক্ষার্থে তিনি অ্যারন ড্যানিয়েলসন নামের ব্যক্তিকে গুলি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের চেষ্টার সময় রেইনোয়েল সশস্ত্র ছিলেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

মে মাসে জর্জ ফ্লয়েড পুলিশের গুলিতে নিহতের পর থেকে এখনও প্রত্যেক শনিবার রাতে পোর্টল্যান্ডে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের বিক্ষোভকারীরা প্রতিবাদ করে যাচ্ছেন। শনিবার এই বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষ হয়।