চীনকে দেওয়া খনির অনুমোদন বাতিল করেছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের সব ন্যাশনাল পার্কে খনি কার্যক্রম চালানোর অনুমোদন বাতিল করা হয়েছে। এর আগে চীনের দুটি প্রতিষ্ঠানকে জিম্বাবুয়ের হাওয়াঞ্জ গেম পার্কে কয়লা খনি অনুসন্ধান কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়। পরে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পার্কের বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্থ করার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতেই নতুন সিদ্ধান্ত নিয়ে অনুমোদন বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

হাতি এবং বিরল প্রজাতির কালো গণ্ডারের আবাসস্থল হিসেবে বিখ্যাত জিম্বাবুয়ের হাওয়াঞ্জ গেম পার্ক। সম্প্রতি সেখানে খনি কার্যক্রম চালাতে চীনের দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় দেশটির সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় জিম্বাবুয়ের পরিবেশবাদী আইনজীবী সংস্থা (জেডইএলএ)। সোমবার জেডইএলএ’র দায়ের করা মামলায় বলা হয়, কয়লা অনুসন্ধান কার্যক্রম চালাতে থাকলে পার্কটি ড্রিলিং, বনভূমি উজাড়, রাস্তা নির্মাণ আর ভূতাত্ত্বিক জরিপের জায়গা হয়ে উঠতে পারে।

ওই মামলা দায়েরের পর মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুতসভানগাগওয়া জানান, খনি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। তিনি বলেন, ‘ন্যাশনাল পার্কগুলোতে খনি কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এছাড়া নদীর তলদেশেও খনি কার্যক্রমের ওপরও নিষেধাজ্ঞার কথা জানান তিনি। এই সিদ্ধান্তের কারণেও ক্ষতিগ্রস্থ হবে ছোট আকারে স্বর্ণ অনুসন্ধান চালানো চীনা প্রতিষ্ঠান।

জিম্বাবুয়েতে অন্যতম বড় বিনিয়োগকারী দেশ চীন। দেশটির সরকারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রয়েছে বেইজিংয়ের। লুক ইস্ট নীতির আওতায় দীর্ঘদিন থেকেই পশ্চিমা দেশগুলোর ক্ষোভের মুখে থাকা দরিদ্র দেশগুলোতে বিনিয়োগ চালিয়ে আসছে চীন।