এবার বৈরুতের শপিং সেন্টারে আগুন

লেবাননের বৈরুতে এবার একটি নির্মাণাধীন শপিং সেন্টারে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গত আগস্টে ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত শহরটিতে গত এক সপ্তাহে তৃতীয় অগ্নিকাণ্ড এটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে আগুন লাগার পর দ্রুত তা নিভিয়ে ফেলতে সক্ষম হন দমকলকর্মীরা। বৈরুত সোকস নামের ওই ভবনের একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

1

বৈরুত সোকস শপিং সেন্টারটি বন্দরের কাছাকাছি একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ভবনটির নকশা করেছেন প্রয়াত ব্রিটিশ-ইরাকি স্থপতি জাহা হাদিদ। এটি এখনও নির্মাণাধীন। মঙ্গলবার ভোরে ভবনটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ও আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। কী কারণে ভবনে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।

ফায়ার বিগ্রেডের কর্মকতা ফাদি মাজবুদি বলেন, ‘পাশের একটি মসজিদ থেকে আমরা আগুন লাগার খবর পাই। যখন আমরা আসি, তখন আগুন খুব শক্তিশালী ছিল। নির্মাণাধীন এ ভবনটি বৈরুতে ওভাল বিল্ডিং হিসেবে পরিচিত।’
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সীমাবদ্ধ সক্ষমতা নিয়েও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’
গত ৪ আগস্ট বৈরুতের রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও কয়েক হাজার। ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা শহর। সে ঘটনার রেশ না কাটতেই এ মাসের শুরুতে সেখানকার একটি ভবনে আগুন লাগে। তারপর ১০ সেপ্টেম্বর বৈরুত বন্দর এলাকায় আরও একটি ভবনে অগ্নিকাণ্ড হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।