হোয়াইট হাউস কর্মীর করোনা শনাক্ত

মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসের এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।

আক্রান্ত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার অবস্থা খুব মারাত্মক নয় বলে জানা গেছে।

তিনি কোথায় পরীক্ষা করিয়েছেন সে ব্যাপারে কোনও তথ্য জানাতে অপারগতা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলেঘ ম্যাকইনানি। তিনি বলেছেন, কোনও স্টাফ কোথায় পরীক্ষা করিয়েছেন এটা বলা সম্ভব নয়। আমি কারও ব্যক্তিগত মেডিক্যাল ইনফরমেশন শেয়ার করতে পারি না।

পরে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই ব্যক্তি তার সংস্পর্শে যাননি বলে দাবি করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, এর আগেও হোয়াইট হাউসের একাধিক স্টাফের করোনা সংক্রমণ ধরা পড়েছিল।