অস্ট্রেলিয়ার উপকূলে ৯০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ান তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আটকে পড়েছে ২৭০টি তিমি। অন্তত ৯০টি তিমি এরইমধ্যে মারা গেছে। মৃত্যু ঝুঁকিতে আছে আরও অনেকগুলো। অস্ট্রেলীয় উদ্ধারকারী দলকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

1

সোমবার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া তিমিগুলোর সন্ধান পাওয়া যায়। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় তাসমানিয়ান মেরিন কনজারভেশন প্রোগ্রাম-এর উদ্ধারকারীরা। তারা দেখতে পান ম্যাককোয়ারি হেডস এলাকায় তিনটি দলে তিমিগুলো আটকা পড়েছে। ওই এলাকায় জাহাজ চলাচলের পথ খুব সীমিত। উদ্ধারকারীরা জানান, প্রায় ২০০টি তিমি তীরে এসে বালুর মধ্যে আটকা পড়েছে। তার থেকে কয়েক কিলোমিটার ‍দূরে আটকা পড়েছে ৩০টি তিমি। আর আরও ৩০টি তিমি পাওয়া গেছে ওশেন বিচ এলাকায়। বেশিরভাগ তিমিই এমন জায়গায় আটকা পড়েছে যেখানে উদ্ধারকারীদের পৌঁছানো কঠিন। তবে এরইমধ্যে জীবিত উদ্ধার হওয়া কিছু তিমিকে মঙ্গলবার সকালে পানিতে ফেরত পাঠিয়েছে ৪০ সদস্যের উদ্ধারকারী দল। বালুময় তীর এলাকা থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে ধাক্কা দিয়ে তাদেরকে পানিতে ফেরত পাঠানো হয়েছে।

ঠিক কী কারণে তিমিগুলো তীরে এসেছিল তা জানা যায়নি।

এর আগে ২০০৯ সালে তাসমানিয়ার উপকূলে প্রায় ২০০ তিমি আটকা পড়েছিল।