হুয়াওয়েকে পণ্য সরবরাহে ট্রাম্প প্রশাসনের অনুমতি পেলো ইন্টেল

চীনা কোম্পানি হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহে ট্রাম্প প্রশাসনের অনুমতি পেয়েছে বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল। মঙ্গলবার ইন্টেলের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইন্টেলের মুখপাত্র জানান, হুয়াওয়ে টেকনোলজিসকে কিছু পণ্য সরবরাহ অব্যাহত রাখতে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পেয়েছে ইন্টেল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ হুয়াওয়ে আসলে চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে। এটি ফোন থেকে গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়ে তা চীনের কমিউনিস্ট সরকারের হাতে তুলে দেয়।

গত কয়েক দশক ধরে মার্কিন-চীন সম্পর্কের মারাত্মক অবনতি হলে হুয়াওয়ের বিষয়টি সামনে আসে। হুয়াওয়ের গুপ্তচরবৃত্তির ওপর নজর রাখতে মিত্র দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন।

এক পর্যায়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মার্কিন কোম্পানিগুলোর হুয়াওয়ের কাছে পরিষেবা সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে অনেক দেন দরবারের পর সর্বশেষ ২২ সেপ্টেম্বর ইন্টেলের মুখপাত্র জানান, তার প্রতিষ্ঠানকে হুয়াওয়ের কাছে কিছু পণ্য সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন  কর্তৃপক্ষ।