X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১৭:২৮আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৭:২৮

রাশিয়ার হামলা জোরদার হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত করেছে। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন প্রশাসনের সময় দেওয়া এই প্রতিশ্রুতিগুলো বর্তমানে পর্যালোচনার আওতায় আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, বিশ্বজুড়ে সামরিক সহায়তা ও প্রতিরক্ষা সহযোগিতার পর্যালোচনার পর আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেন্টাগনের একটি অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের কিছু মজুদ এতটাই কমে এসেছে যে সেগুলো এখনই ইউক্রেনে পাঠানো যৌক্তিক হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র শন পারনেল বলেন, আমেরিকার সেনাবাহিনী কখনোই এতটা প্রস্তুত ও সক্ষম ছিল না। কংগ্রেসে কর ও প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত একটি বড় বিল পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হবে।

পলিটিকো ও অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, যেসব অস্ত্র সরবরাহ স্থগিত রাখা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র, নির্ভুল আর্টিলারি শেল এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্র।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন রাশিয়া ইউক্রেনে নতুন করে বিমান হামলা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এক জটিল পর্বে প্রবেশ করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনার অগ্রগতি এখন স্থবির।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্র ও নিরাপত্তা সহায়তা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য।

যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের বিশেষভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি দেওয়ার অনুরোধ জানালেও পূর্ব ইউরোপের অনেক দেশ রাশিয়ার হুমকির কথা মাথায় রেখে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রাখার পক্ষেই অবস্থান নিয়েছে।

গত সপ্তাহে ন্যাটো সম্মেলনের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প বলেন, তারা (ইউক্রেন) চায় এসব আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র, যাকে তারা ‘প্যাট্রিয়ট’ বলছে। আমরা দেখব কিছু দেওয়া যায় কি না। আমাদেরও এগুলোর প্রয়োজন রয়েছে। আমরা এগুলো ইসরায়েলকেও দিচ্ছি। এগুলোর কার্যকারিতা অবিশ্বাস্য।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতির উপ-সচিব এলব্রিজ কোলবি বলেন, প্রতিরক্ষা দফতর আমাদের বাহিনীর প্রস্তুতি বজায় রেখে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার ভারসাম্য খুঁজে বের করতে কাজ করছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল