মালয়েশিয়ায় সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা থাকার দাবি বিরোধী নেতার

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দাবি করেছেন, নতুন সরকার গঠন করতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের জোরালো সমর্থন পেয়েছেন তিনি। বুধবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বে অসন্তুষ্ট বিভিন্ন দলের আইনপ্রণেতারা তাকে সমর্থন দিচ্ছেন। স্ত্রীকে পাশে বসিয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন থাকার অর্থ মুহিদ্দিন প্রশাসনের পতন ঘটেছে আর জনগণ তাকে সরকার গঠনের সমর্থন দিয়েছে। তবে কতজন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।আনোয়ার ইব্রাহিম

২০১৮ সালের মে অনুষ্ঠিত নির্বাচনের পর দুটি সরকার গঠিত হলেও মালয়েশিয়ার রাজনৈতিক টানাপড়েনের অবসান হয়নি। ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন পাকাতান হারাপান জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে এ বছরের মার্চে জোটটির বেশ কয়েকজন আইনপ্রণেতা মুহিদ্দিন ইয়াসিনকে সমর্থন দিলে পতন ঘটে মাহাথির সরকারের। এর প্রায় সাত মাস পর সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করলেন মাহাথিরের সাবেক জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম।

বুধবারের সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, রাজার সঙ্গে সাক্ষাতের পরই কতজন আইনপ্রণেতার সমর্থন তার সঙ্গে রয়েছে তা প্রকাশ করবেন তিনি। বর্তমানে রাজা রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তবে আনোয়ার ইব্রাহিমের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি মানতে নারাজ ক্ষমতাসীন দলের অনেকেই। বর্তমান আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী আজমিন আলী এক টুইট বার্তায় আনোয়ার ইব্রাহিমকে ‘সংশোধনের অযোগ্য মিথ্যাবাদী এবং রাজনৈতিক বিকারগ্রস্ত’ ব্যক্তি আখ্যা দিয়েছেন।

এছাড়া বুধবার টেলিভিশনে দেওয়া এক পূর্বনির্ধারিত ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন আনোয়ার ইব্রাহিমের দাবি নিয়ে কোনও মন্তব্য করেননি। সেখানে করোনা মহামারি মোকাবিলায় তার সরকারের নেওয়া অর্থনৈতিক পদক্ষেপের ওপরই গুরুত্ব আরোপ করেন তিনি।

উল্লেখ্য, আগামী নভেম্বরের আগে মালয়েশিয়ায় পার্লামেন্ট অধিবেশন বসার কোনও পূর্বনির্ধারিত সূচি নেই।